দিশেহারা মানবজাতি,
সর্বত্র করোনার ভীতি।
ক্ষুদ্র থেকে অভিজাত ব্যক্তি,
করোনা থেকে পাচ্ছেনা কেউ মুক্তি।
করোনার আক্রমণে,
ফেলে যায় আপনজনে।
অর্থসম্পদ,ডাক্তার, কবিরাজ,
কোন কিছুতেই হচ্ছেনা কাজ।
উজির, নাজির,মহারাজ,
করোনার দৃষ্টিতে সমান আজ।
আল্লাহর গজব করোনার গ্রাস,
দেখতে ভীতু প্রিয়জনদের লাশ।
করোনা থেকে মোদের শিক্ষা,
মূল্যহীন ধন-সম্পদ, প্রিয়জন, আখ্যা।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু