গোধুলি সন্ধ্যায়,
ভরেছে চারদিক শান্ত নিরবতায়।
পাখিরা ফিরছে নীড়ে,
একাকী আমি মন ফিরছেনা ঘরে।
রাতের অন্ধকার নেমে আসছে ধীরেধীরে,
পৃথিবীর সমস্ত প্রেম জেগেছে অন্তরে।
বাতাসে বকুলের ঘ্রাণ আসছে,
আকাশে চাঁদ মেঘে লুকোচুরি খেলছে।
মন স্বপ্নের নীলিমায় ভাসছে,
শুধু তোমার অপেক্ষার প্রহর গুনছে।
তুমি আসবে কবে,
আমার অনুভবে বাস্তবে।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু