ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম প্রয়াণ দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনে কবির ৪৪তম প্রয়াণ দিবস পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গান পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সহ উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।