ময়মনসিংহে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম(পিপিএম)এর আন্তরিক প্রচেষ্টা ও দিক-নির্দেশনায়
ত্রিশাল থানার মামলা নং১৭, তারিখঃ ১৩/০৮/২০২০ খ্রিঃ ধারাঃ ৪৫৭/৩৮০ পেনাল কোড এর আসামী ১। মনিরুল ইসলাম মনির(৩৪), পিতা- মৃত সিরাজুল, সাং- ধলাবাজার, থানা- ত্রিশাল, ২। মোঃ আজিজুল হক আজিজ(৩৫), পিতা- আঃ লতিফ, সাং- পাইকুড়া, থানা- পূর্বধলা, ৩। বিপ্লব চন্দ্র, পিতা- বিনোদ চন্দ্র, সাং- পাতরা, থানা- খালিয়াজুরি, উভয় জেলা- নেত্রকোনা, ২৬শে আগস্ট বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।
আসামীদের মধ্যে মনিরুল ইসলাম মনির, বিপ্লব চন্দ্র, ত্রিশাল থানাধীন কাঠাল ইউনিয়নের বিলবোকা হইতে বাদী শহিদ মিয়ার ০৫ টি গরু চুরি করিয়াছে বলে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম (পিপিএম)বলেন, উক্ত গরু চুরির সাথে জড়িত অন্যান্য সহযোগী আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে এবং শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হইবে।