কবিতার নাম:-“স্বাধীনতা তুমি আমার অধিকার ”
কবি : সাদিয়া সুলতানা নীলু
স্বাধীনতা তুমি আমার অধিকার,
স্বাধীনভাবে চলার।
সন্ত্রাসীর গুলিতে অপমৃত্যু নয়,
নির্ভয়ে বাঁচার।
স্বাধীনতা তুমি আমার অধিকার,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার।
ভয়ে চুপ থাকা নয়,
নির্ভয়ে প্রতিবাদের।
স্বাধীনতা তুমি আমার অধিকার,
দুর্নীতিমুক্ত দেশ গড়ার।
ভয়ে আর নয় ঘুষ প্রদান,
চাই ঘুষখোরকে করতে দমন।
৭১ এর বীরাঙ্গনা,
স্বাধীন দেশে আর হতে চাইনা।
ধর্ষন থেকে চাই মুক্তি পেতে,
চাই স্বাধীন দেশে স্বাধীন প্রশান্তির নিঃশ্বাস নিতে।
লক্ষ শহীদের রক্তে পেয়েছি স্বাধীন দেশ,
জানিনা কবে পাবো তাদের স্বপ্নের প্রকৃত স্বাধীন বাংলাদেশ।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু