সহস্রাধিক অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ওব্যাট কানাডা নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পবিত্র মাহে রমজান উপলক্ষে ওব্যাট কানাডার অর্থায়নে প্রান্তিক উন্নয়ন সোসাইটি নীলফামারীর সৈয়দপুরে এই কর্মসূচী বাস্তবায়ন করে।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের চাঁদনগর ওব্যাট ব্যাক টু ব্যাক স্কুল চত্বর হতে অসহায় পরিবারগুলোকে ওই খাদ্য সহায়তা দেয়া হয়।
এজন্য প্রান্তিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক আ. ফ. ম রেজাউল করিম (মিজান) এর সভাপতিত্ব এবং এরিয়া কো-অর্ডিনেটর ইরফান আজমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে সহায়তা সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আটা, ৩ কেজি ছোলা, এবং ১ কেজি লবন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, নওশাদ আনসারী, প্রান্তিক উন্নয়ন সোসাইটির প্রকল্প ম্যানেজার নারগিস জেরিন, ওব্যাট ব্যাক টু ব্যাক স্কুলের শিক্ষিকা তাবাসসুম আকতার প্রমুখ।
ওব্যাট কানাডা ব্যাক টু ব্যাক স্কুলের শিক্ষিকা তাবাসসুম বলেন, এটা কোন সাহায্য নয় এটা দুস্থদের প্রাপ্য যেটা আমরা সাধ্যমত দেয়ার চেষ্টা করছি। এর আগে শহরের বিভিন্ন মহল্লা থেকে অসহায়দের তালিকা তৈরি করেন জামিল হাসান, রাজুসহ ওব্যাটের অন্যান্য সদস্যরা।