উন্মুক্ত চাঁদ থেকেও তুমি অধিক ছরাও আলো
ওগো উন্মুক্ত নারী!
শিশির ভেজা দুর্বাদলকে হার মানায়।
তোমার ভেজা চুলের পানি।
বিবেকের বদ্ধ ঘরে যৌবন কে মেরেছি তালা
তোমার বাঁকা ঠোঁটের মুচকি হাসি
আমার দ্বিগুণ বারায় জ্বালা।
তোমার নুপুরের শব্দে আমার কম্পন ধরায় বুক।
মুক্ত বক্ষের আলতো ছোঁয়য় ডুবায় সর্গ সুখে।
বছর ঘুরে বসন্ত লাগে শিমুল আর কৃষ্ণচূড়া গায়!
নিত্য আমি বসন্ত দেখি
তোমার আলতা মাখা পায়।
লেখক – প্রাণেশ মুহাম্মদ সাব্বির