উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বেড়েই চলেছে নদ নদীর পানি। ইতিমধ্যে সুনামগঞ্জ সদর,বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতকসহ ৫ টি উপজেলা প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ।
বুধবার (১৫ জুন) দুপুর ১২ টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎ সীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে সুনামগঞ্জের ৫ টি উপজেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
এদিকে সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাবার পথে গুজাউরা হাওরে নৌকা ডুবিতে ভাই বোনের মৃত্যু হয়েছে ।
বুধবার সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজারের ৯ নং সুরমা ইউনিয়নে এই ঘটনা ঘটে।নিহত সৌরভ (১০)ও তামান্না আক্তার (১৫) আপন ভাই বোন।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওরে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।