সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে পানি ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে দিরাইয়ের চান্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা (৭) দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবারে দুপুরে তিন শিশু এক সাথে বাড়ির সামনে খেলা করছিল। পরে অনেক্ষণ তিন শিশুকে দেখতে না পেয়ে
পরিবারের লোকজন তাদের খুজতে বের হয়। এক পর্যায়ে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে বাড়ির সামনে ডুবার পানিতে তিন শিশুর লাশ ভাসতে দেখা যায়।
তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানি ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।