সিরাজগঞ্জের রায়গঞ্জে রমজানের শুরু হতেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। বিশেষ করে তারাবির নামাজের সময় এবং সেহরির সময়ে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ উপজেলার ছয় লক্ষাধিক মানুষকে। এদিকে রায়গঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছেন, গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।
(০৭ এপ্রিল) বৃহস্পতিবার উপজেলার কয়েকটি ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দিবাগত রাতে তারাবির নামাজ শুরুর আগে বিদ্যুৎ চলে যায়। এরপর তারাবির নামাজ শেষ হওয়ার বেশ কিছু সময় পর বিদ্যুৎ আসে। তাছাড়া অনেক এলাকাতে ইফতারের সময় থেকে তারাবির নামাজ অবদি বিদ্যুতের দেখা মেলেনি।
রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব ফরিদপুর গ্রামের ইউনুস আলী, নলকা ইউনিয়নের কাঁঠাল বাড়িয়া গ্রামের শাহ্ আলম, ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা পূর্ব পাড়া গ্রামের মাহদী হাসান সহ অনেকেই বলেন, তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় আমরা অসহনীয় কষ্ট পাচ্ছি।
মসজিদের মধ্যে ভ্যাপসা গরমে ঘেমে ও রাতে ঘুমাতে না পেরে পুরোদমে অসুস্থ হওয়ার দশা হয়েছে।
ভুক্তভোগীরা আরো বলেন, দেশে লোডশেডিং নেই। কেন ঘন-ঘন বিদ্যুৎ যায়। দ্রুততম সময়ের মধ্যে এহেন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই।