সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাটিবাহী ট্রাক্টর উল্টে মো. আপন শেখ (২৫) নামের এক চালক নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয় হেলপার শাহাদৎ হোসেন (৩০)।
শনিবার (৯ এপ্রিল) তাড়াশ উপজেলার মাগুড়া-আঞ্চলিক সড়কের মাগুড়ামুকুন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আপন শেখ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
স্থানীয়রা জানান, পুকুর খননের মাটি ট্রাক্টর দিয়ে পরিবহন করছিলেন আপন ও শাহাদৎ। মাটিসহ ট্রাক্টরটি ব্রীজের কাছে উল্টে যায়। এতে ট্রাক্টরের চালক ও হেলপার গুরুতর আহত হয়। দু’জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত হেলপার শাহাদৎ কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক্টরটি থানায় নিয়ে এসেছে।