ময়মনসিংহের ত্রিশালের লেখক এস এম মাসুদ রানা জাতীয় লেখক ও শিল্পী পরিষদ এর সাহিত্য সম্মাননা পদক পেয়েছেন।
শনিবার দুপুরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়াম, শিবচর, মাদারীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় লেখক ও শিল্পী জাতীয় লেখক ও শিল্পী পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ পুরস্কার দেয়া হয়।
কবি শরীফ আব্দুর রশীদ’ র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার যুগ্ম জেলা ও সেশন জজ আদালত মোহাম্মদ হোসাইন, যুগ্ম জেলা ও সেশন জজ আদালত, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি সৈয়দ মাজহারুল পারভেজ, অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি আখম সিরাজুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম, শিবচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রকৌশলী হাফিজ রহমান, নাট্যকার ইরানি বিশ্বাস, কবি মোঃ মাহবুবুর রহমান, নুর ফ্যাশন গার্মেন্টসের চেয়ারম্যান মোঃ তারিকুজ্জামান তুষার, কবি মোহাম্মদ শামসুল হক বাবু, কবি শেখ নাজিম উদ্দীন আহমেদ সোহাগ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আঞ্জুমান জুলিয়া।