বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২৩ উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জাধীন চার জেলার নিয়োগ কার্যক্রম অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যে’র সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শেরপুর পুলিশ সুপারের কার্যালযয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্ত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে সভায় উপস্থিত সকলকে অবহিত করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য যাবতীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
উল্লেখ, বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে ময়মনসিংহ রেঞ্জাধীন চার জেলার প্রার্থীদের ময়মনসিংহ পুলিশ লাইনস্ মাঠে আগামী (৬ হতে ৮ জুন, ২০২৩) পর্যন্ত শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ ও Physical Endurance Test (PET) পরীক্ষা অনুষ্ঠিত হবে।