জামালপুরের ইসলামপুরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদরাসার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নেকজাহান পাইলট মডেল স্কুল মাঠে দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা এতে অংশ নেয়। উপজেলা প্রশাসন আয়োজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান রুমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম প্রতিযোগীতার উদ্বোধন করেন। বিকালে ৩২টি ইভেন্টে খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার ভুমি আশরাফ হোসেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।