লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় বজ্রাঘাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ছিটমহল দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ওই গ্রামের খন্দকার আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও একই গ্রামের জহির উদ্দিনের ছেলে রাকিব হাসান।
এ সময় আহতরা হলেন,একই গ্রামের ইব্রাহিমের ছেলে বাচ্চা মিয়া (২৬) ও আছির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩০)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হক আরটিভি নিউজকে জানান, সকালে নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধায় উপজেলাার বেজগ্রামে বজ্রাঘাতে আরও দুজন মারা গেছে বলে হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক জানিয়েছেন।