শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

লালপুরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত রসুলপুর আশ্রয়ন প্রকল্প হস্তান্তর

মোঃ শিমুল আলী, নাটোর থে‌কে
  • আপডেট সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১২৭ দেখেছে

নাটোরের লালপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত ঘর পাচ্ছেন ২৪০ গৃহহীন পরিবার।

সোমবার (৪ এপ্রিল ২০২২) বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের তত্ত্বাবধানে নির্মিত উপজেলার রসুলপুর আশ্রয়ন প্রকল্প হস্তান্তর করা হয়েছে।

বগুড়া সেনানিবাসের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের ক্যাপ্টেন সাদাত শাহরিয়ার জেলা প্রশাসকের প্রতিনিধি লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার নিকট কাজ সম্পন্ন করে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার চরের রসুলপুর মৌজার ৯ দশমিক ৫০ একর জমি খাস জমি ২০২০ সালে আশ্রয়ণ প্রকল্প নির্মানের জন্য বরাদ্দ দেওয়া হয়। ২০২১ সালের ডিসেম্বর মাসে কাজ শুরু করে সেনাবাহিনী। দ্রুত কাজ শেষ করে তা হস্তান্তর করেছেন।

তিনি আরও বলেন, এই প্রকল্পে ৪৮টি ব্যারাক রয়েছে। প্রতিটি ব্যারাকে ৫টি পরিবার থাকতে পারবে। সে অনুযায়ী ২৪০টি ভূমিহীন পরিবারের আসনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি পরিবারের জন্য একটি শোবার ঘর ও একটি রান্না ঘর রয়েছে। আর প্রতিটি ব্যারাকে একটি করে টিউবয়েল ও দুটি করে টয়লেট রয়েছে। বাছাইকৃ প্রকৃত গৃহহীন ২৪০টি পরিবারের নিকট এক সপ্তাহের মধ্যে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হবে।

বগুড়া সেনানিবাসের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের ক্যাপ্টেন সাদাত শাহরিয়ার বলেন, সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করে বুঝিয়ে দিতে পেরে গর্বিত। তাঁদের এ কার্যক্রম অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!