কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় বলিদ্বারা বাজারে ৮ নং নন্দুয়ার ইউনিয়ন কৃষক লীগ মানিক চন্দ্র রায় এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠান উদ্বোধক মোছা: সেলিনা জাহান লিটা সহ-সভাপতি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সইদুল হক, সভাপতি রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ, ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক রাণীশংকৈল উপজেলা মহিলা আওয়ামী লীগ , সুলতান আহমদ সভাপতি ৮নং নং নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগ , দিগেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাণীশংকৈল উপজেলা কৃষক লীগ, মোখলেসুর রহমান মুকুল, সহসভাপতি রাণীশংকৈল উপজেলা কৃষক লীগ, আল্লামা ইকবাল হোসেন সাধারণ সম্পাদক ৮নং নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা জনাম মো: হবিবর রহমান,এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
সম্মেলনের ১ম অধিবেশন শেষ করে ২য় অধিবেশনে ৮ নং নন্দুয়ার ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক- কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এর পর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি নির্বাচিত হন মানিক চন্দ্র রায় ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন আনারুল ইসলাম ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিগেন্দ্র নাথ রায় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) উপজেলা কৃষক লীগ। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগ এর মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।