শিরোনাম
ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত অধিকার নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে মৌন মানববন্ধন

ময়মনসিংহে জাতীয় পার্টির “পলিটিক্স ম্যাটার্স” শীর্ষক ই-লার্নিং প্রশিক্ষণ

‌ত্রিশাল (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি
  • আপডেট বুধবার, ১০ মে, ২০২৩
  • ৮৭ দেখেছে

শরীফ উদ্দিন এর উদ্যোগে ময়মনসিংহে জাতীয় পার্টির নেতৃবৃন্দের অংশগ্রহণে “পলিটিক্স ম্যাটার্স” শীর্ষক ই-লার্নিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

বিভাগীয় নগরী ময়মনসিংহে বুধবার (১০ মে) জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব, মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম-ময়মনসিংহের কোষাধ্যক্ষ ও জাতীয় পার্টি মনোনীত ডিআই পলিটিকাল ফেলো মো: শরীফ উদ্দিন এর উদ্যোগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ রিজিউনাল কার্যালয়ে জেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী “পলিটিক্স ম্যাটার্স ” শীর্ষক ই-লার্নিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পলিটিক্স ম্যাটার্স শীর্ষক ই-লার্নিং প্রশিক্ষণ প্রোগ্রামে দলীয় নেতৃবৃন্দের রাজনৈতিক জ্ঞান ও দক্ষতা
বৃদ্ধিকল্পে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে রাজনৈতিক বিষয়সংশ্লিষ্ট ৮ টি কোর্স অনলাইন প্লাটফর্মে প্রশিক্ষণ প্রদান করা হয়।
জাতীয় পার্টি মনোনীত পলিটিকাল ফেলো শরীফ উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এবং তার পরিচালনায় অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম- আহবায়ক, জেলা জাতীয় সংহতির আহবায়ক ও জাতীয় পার্টি মনোনীত ডিআই মাস্টার ট্রেইনার মো: ওয়াহিদুজ্জামান আরজু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় পার্টি মনোনীত ডিআই মাস্টার ট্রেইনার শহীদ আমিনী রুমী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার, সিনিয়র রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক, মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম, ময়মনসিংহের সভাপতি সুমন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম রতন ও দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি প্রমুখ উপস্থিত ছিল।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত জাতীয় পার্টির ২৫ জন রাজনৈতিক প্রশিক্ষণার্থীর সকলেই অভিন্ন মতামত ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মহান জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতৃবৃন্দের জন্য এই প্রশিক্ষণটি অত্যন্ত কার্যকরী এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অধিকসংখ্যক জাতীয় পার্টির দলীয় মাস্টার ট্রেইনার তৈরির মাধ্যমে আগামীদিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
প্রশিক্ষণের আয়োজক জাতীয় পার্টির পলিটিকাল ফেলো শরীফ উদ্দিন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ কর্মশালায় উপস্থিত জাতীয় পার্টির রাজনৈতিক প্রশিক্ষণার্থীগণ দক্ষ ও প্রশিক্ষিত রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল অসামান্য ভূমিকা রাখার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং দলীয়ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!