ময়মনসিংহের গফরগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এবং দৈনিক সমকাল পত্রিকার গফরগাঁও প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব করোনায় আক্রান্ত হয়েছেন। সপ্তাহ খানেক ধরে তার করোনা উপসর্গ দেখা দেওয়ার পর বৃহস্পতিবার তার করোনা পজেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে তিনি ময়মনসিংহের এস কে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক জানান, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বিপ্লবসহ উপজেলায় এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬৭ জনের করোনা শনাক্ত হলো। তার মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছে ও একজন মৃত্যুবরণ করেছেন।