জামালপুরের মেলান্দহে সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় পারফমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে। কর্মশালায় উপজেলার মাধ্যমিক শিক্ষা পর্যায়ের ১০০ জন শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা অংশগ্রহণ করে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শফিক জাহেদী রবিন, জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া প্রমুখ।