জামালপুর জেলার মেলান্দহের আদ্রা ইউনিয়নের গুজামানিকা গ্রামের গরিব বর্গা চাষি মোজা মিয়ার প্রায় ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে দিল আদ্রা ইউনিয়ন ছাত্রলীগ।
শনিবার (১৩ মে) আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-মনিরুজ্জামান মনির ও সাধারন সম্পাদক মো: সিয়ামেরর নেতৃত্বে প্রখর রুদ্রে ছাত্রলীগের একটি টিম এ ধান কেটে বাড়িতে এনে দেন। জেলা ছাত্রলীগের সভাপতি – সম্পাদক ও মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি – সাধারন সম্পাদকের নির্দেশনায় ও আদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় ও অনুপ্রেরণায় এ উদ্যেগ নেন বলে জানান আদ্রা ইউনিয়ন ছাত্রলীগ।
ধান কাটার স্থানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের আহবাযক ও বর্তমান আদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সরকার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য যুবনেতা আরিফুল ইসলাম সুমন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের খান সোহাগ, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি- খান মো: আরিফুল ইসলাম শাওন , সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি- মো:ফরিদুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমাছ, আদ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম মুক্তা, সাধারন সম্পাদক মো: রাকিব হোসেন,তাতিলীগের সভাপতি- আবুল হাসেমসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
সুবিধাভোগী বর্গা চাষি মোজা বলেন, আমি গরিব মানুষ, ছাত্রলীগ আমার ধান কেটে দেওয়ায় আমি খুবই উপকৃত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয সাংসদ মির্জা আজম এমপি এবং ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।