জামালপুরের মেলান্দহে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৮জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের (২য় তলা) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইচ চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, উপজেলা সাস্থ্য কর্মকর্তা গাজী মো. রফিকুল হক, ফায়ার স্টেশন কর্মকর্তা আ. লতিফ, মেলান্দহ পৌর আ.লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহজামাল।
এছাড়া সভায় উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।