নওগাঁর আত্রাইয়ে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি গৃহহীন পরিবারকে একটি ঘর উপহার দেওয়া হয়।
রবিবার (১০ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর ভার্চুয়ালী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার পরিপ্রেক্ষিতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার মজিবর রহমানের স্ত্রী ইরা বেগমকে পুলিশের পক্ষ থেকে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ নবনির্মিত ঘরের কাগজ বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সেক্রেটারি আক্কাস আলীসহ পুলিশ সদস্যবৃন্দ।