শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

‘মুক্তিযুদ্ধের কবিতা: প্রত্যাশার ধ্বনি ও প্রতিধ্বনি’ শীর্ষক সেমিনার

মমিনুল ইসলাম মমিন
  • আপডেট বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ দেখেছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, ‘মুক্তিযুদ্ধকে নিয়ে যারা হেলাফেলা করে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা কথা বলে তারা জাতীয় শত্রু।’

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের কবিতা: প্রত্যাশার ধ্বনি ও প্রতিধ্বনি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চলমান মুজিববর্ষ সমাপনী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সেমিনারটি আয়োজন করে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভায় উপাচার্য আরও বলেন,‘বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার মধ্যদিয়ে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্যদিয়ে একজন ব্যক্তি নয় বরং একটি আদর্শকে গলা টিপে হত্যা করার পাক আদর্শের মানুষদের অভিপ্রায় ও চেষ্টা ছিল। সেটিই তারা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা তারা করতে পারেনি। তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে চতুর্থ শিল্প বিপ্লবের ডাক আমাদের দিয়েছেন সেটি পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ খালেদ হোসাইনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক রেজা। আলোচনা করেন জাককানইবির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদুল বারী। শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর।

সেমিনারের আগে বাংলা ভাষা ও সাহিত্যের খ্যাতিমান গবেষক, শিক্ষাবিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর’কে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!