মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় লায়লা আরজুমান্দ বানু মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
জানা গেছে, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মন্ত্রী মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান্দ বানুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। লায়লা আরজুমান্দ বানু দুই মেয়ে, এক ছেলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।