নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউপি আওয়ামী লীগের নতুন করে সদস্য সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার( ১১ এপ্রিল) বিকেলে ভারশোঁ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সদস্য সংগ্রহ সভার শুভ উদ্বোধন করা হয়।
জানা গেছে, মান্দা উপজেলা আওয়ামী লীগের নির্দেশে ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের মাধ্যমে গ্রামভিত্তিক ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহের এ উদ্বোধন করা হবে। এতে করে যারা প্রকৃত আওয়ামী লীগ করেন তাঁরা প্রাথমিক ভাবে সদস্য হতে পারবেন বলে জানা গেছে।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও ভাঁরশো ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।