মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার নীলফামারী প্রতিনিধি : মানুষ যখন শীতে কাপছে তখন ডোমার থানার ওসি নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। বড় এক মানবিক দেখালো ডোমার থানার পুলিশ, কেউ দেখে না, কেউ রাখে না খেয়াল, নৈশ প্রহরীদের খেয়াল রাখলেন পুলিশ। মানুষ যখন ঘুমিয়ে পরে তখন গভীর রাতে এই কনকনে শীতে হাটবাজারে গিয়ে নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন থানার ওসি সহ সঙ্গীয় ফোর্স।
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি রাতে উপজেলার ৩টি ইউনিয়ন বোড়াগাড়ী, হরিনচড়া এবং সোনারায় ইউনিয়নের হাট-বাজারে কর্তব্যরত নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছেন পুলিশ। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী সহ সঙ্গীয় ফোর্স হিসাবে ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত,এসআই চন্দন,এসআই শাকিল।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন, উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে কর্তব্যরত নৈশ প্রহরীদের সকলের মাঝে কম্বল বিতরণ করা হবে।