ময়মনসিংহের ত্রিশালে বিএমএসএফ ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে সারাদেশে সাংবাদিকদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদ ও নোয়াখালীতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের আত্মার মাগফিরাত কামনায় শনিবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলা বিএমএসএফ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইম্যাক্স ক্লাবের সভাপতি আবদুর রহমান (বিপ্লব)। রবিউল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নাজমুল হাসান জীবন, আরিফুর রহমান রাব্বানী, আলী হোসেন, বাবুল আহমেদ বাবু, আলম হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস.এম আব্দুল কাদের, জসিম উদ্দিন, সবুজ মিয়া, আসাদুজ্জামান মিলন, মোস্তফা কবির, আবু রাইহান রাব্বী, রাদিয়াত হাসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদ, বস্তুনিষ্ট সংবাদ প্রচারে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।