১৫ এপ্রিল দর্শক নন্দিত জনপ্রিয় বেসরকারি টেলিভিশন মাইটিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ময়মনসিংহে কোরআনখানি, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাইটিভির ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামের উদ্যোগে নগরীর একটি ইয়াতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ও তাঁর পরিবারবর্গসহ মাইটিভি পরিবারের সদস্য, সুপ্রিয় দর্শক, শুভান্যুধায়ী, বিজ্ঞাপনদাতার দীর্ঘায়ু, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, দৈনিক স্বজন সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ময়মনসিংহ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবির জুয়েল, ময়মনসিংহ লাইভ ডক কমের সম্পাদক আব্দুল কাইয়ুম ও সময় টিভির স্টাফ রিপোর্টার জগলুল পাশা রুশো, বিটিভির জেলা প্রতিনিধি জাহানুল করিম শিমুল ও ইয়াতিমখানার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজানসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।