সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরের ধুবলিয়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বাদ জুমা সম্মিলিত ধুবলিয়া গাড়াবাড়ি তাড়াই মাদারিয়া কুঠিবয়ড়া পাছতেরিল্ল্যা গ্রামের সর্বস্তরের আয়োজনে ভূঞাপুর উপজেলার ধুবলিয়া নাছিমা খালেক নূরানী হাফিজিয়া মাদরাসার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাদারিয়া তাড়াই কুঠিবয়বা বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ শরিফুল ইসলাম, মুফতি রবিউল ইসলাম, মুফতি শেখ মাহদী হাসান শিবলী, মাওলানা মোতালিবুর রহমান, মাওলানা আব্দুল খালেক, হাফেজ হাফিজুর রহমান, মাওলানা আবুযর গিফারী প্রমুখ।
এসময় বক্তারা বিশ্বনবী মুহাম্মদ (স:) এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।