সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলার বোর ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শুক্রবার দিন ব্যাপী জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন। তাহিরপুরের হানিয়া কলমা বাধঁ, মধ্যনগরে শালদীঘা ও মুক্তার খলা বাধঁ পরিদর্শন ও মত বিনিময় করেন, সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এসও এমরান হোসেন, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
এমপি রতন বলেন, দুর্যোগ যে কোন সময়ে হতে পারে, তাই সবাই সর্তক থাকুন, হাওরে বাধ রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। এবং তিনি সকলকে বাংলা নব বর্ষের শুভেচ্ছা জানান। সঠিক সময়ে ধান কাটার জন্য অনুরোধ করেন।