সুনামগঞ্জের মধ্যনগরে মাদক,জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর থানার উদ্যোগে বংশিকুন্ডা দক্ষিন ইউনিয়নের হামিদপুর চৌরাস্তায় এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ । বংশিকুন্ডা দক্ষিন ইউনিয়নের কমিনিটি পুলিশের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক, মধ্যনগর থানার এস আই কাজী আব্দুল সালেক, বংশিকুন্ডা দক্ষিন সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।