সুনামগঞ্জের মধ্যনগরে বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও জনসচেতনতা সৃষ্টি করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মধ্যনগন থানার উদ্যোগে মঙ্গলাবার বিকেলে বংশিকুন্ডা উওর ইউনিয়ন পরিষদের হল রুমে মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক ।
মধ্যনগর থানার এস আই মাসুদ রানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বংশিকুন্ডা উওর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী তালুকদার, ইউপি সদস্য মো. আব্দুল মোতালেব,আব্দুল মান্নান, সবুজ মিয়া, মো. আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।