সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জোরখালী বাঁধ নির্মাণ করলো চার গ্রামের কৃষক, এর মধ্যে জমশেরপুর, হরিপুর, নয়াগাঁও, নিয়ামতপুর গ্রামের কৃষকরা নিজেদের উদ্যোগে প্রায় ৪ লাখ টাকা ব্যায়ে বাঁধটি নির্মাণ করেছে কৃষকরা।
জানা যায়, দক্ষিণে ছোট গুড়াডুবা হাওরে প্রাকৃতিক কোনো দুর্ঘটনা জনিত কারণে পানি প্রবেশ করলে, জোরখালী বাঁধ রক্ষা করবে প্রায় ১৫ হাজার হেক্টর বোরো ফসলি জমি, এরমধ্যে সোলডুয়ারী, বোয়ালা, দুবাপুর, হাইলি, সুনাডুবি সহ প্রায় ১০ টি ছোট বড় হাওর রক্ষা পাবে । আর উত্তরে সোলডুয়ারী বোয়ালা হাওরে প্রাকৃতিক দুর্ঘটনা জনিত কারণে পানি প্রবেশ করলে বোরো ফসলি প্রায় ১০০০ হাজার হেক্টর জমির ধান রক্ষা হবে। এছাড়াও পাশাপাশি পথযাত্রীর জীবনের ঝুঁকি ছাড়াই নিরাপদে চলাচল করতে পারবে।
মধ্যনগর উপজেলা এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সাথে যোগাযোগের এক মাত্র সড়কের পথযাত্রীর যাতায়াতের যানবাহন চলাচলের উপযোগী করতে বাঁধটি দৃষ্টান্ত স্হাপন করবে।
এ বিষয়ে আওয়ামী নেতা নির্মাল্য তালুকদার বাপ্পি বলেন, জোরখালী বাঁধ জনস্বার্থে খুবই গুরুত্বপূর্ণ, বাঁধটি স্হায়ী করনে সরকারের কতৃপক্ষের উপজেলা নির্বাহী ও এম পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর সুদৃষ্টি কামনা করছি।