কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামে রাতের আঁধারে শাহিদুল ইসলাম নামের এক ব্যক্তির অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
জানা যায়, ২৪/৬/২২ ইং রোজ শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শাহিদুল ইসলামের ৩২ শতাংশ জমির পুকুর পাড়ে রোপন করা সুপারির গাছের মধ্য থেকে ৫৮টি সুপারি গাছ কেটে ফেলে রেখে পালিয়ে যায়। শনিবার সকালে পরিবারের সদস্যরা সুপারি গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পারেন। পুকুরের জমি নিয়ে বেশ কিছুদিন যাবত পারিবারিক দ্বন্দ চলছে।
শাহিদুল ইসলাম বলেন, আমার ক্ষতি করার উদ্দেশ্যে কে বা কারা রাতের আঁধারে সুপারি গাছগুলো কেটে ফেলেছে বুঝতে পাচ্ছিনা। আজ ২৫/৬/২২ইং (শনিবার) বিকেলে থানায় লিখিত অভিযোগ করব।
পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য সরেজমিনে ঘটনাস্থল দেখে এসেছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।