ময়মনসিংহের ভালুকায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল।
আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, শহিদ নাজিম উদ্দীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন্নাহার, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে আ. মান্নানসহ বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সুধীসমাজ, জনপ্রতিনিধি, আলেম উলামা, সাংবাদিকসহ নেতৃবৃন্দ।