ওপরের স্টিকারটি ওঠানোর পর দেখা যায় পুরাতন আরেকটি স্টিকারে মূল্য লেখা ৬৯০ টাকা ব্রাহ্মণবাড়িয়ায় বিপণি-বিতানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে জেলা শহরের বিভিন্ন বিপণি-বিতানে অভিযানকালে অতিরিক্ত মূল্য, বিক্রিত মাল ফেরত না দেওয়া ও প্রতারণার অভিযোগে জরিমানা করা হয়।অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।
তিনি দেশ প্রতিদিন নিউজকে জানান, অভিযানে কোর্ট রোডে এফএ টাওয়ারের আর্টিসান প্লাস শোরুমে গিয়ে দেখা যায়, একই টি-শার্টের গায়ে দু-তিনটি প্রাইস ট্যাগ ওভারল্যাপ করে বসানো হয়েছে। ওপরের স্টিকারে মূল্য লেখা ১০৯০ টাকা। সেই স্টিকারটি ওঠানোর পর দেখা যায় পুরোনো আরেকটি স্টিকারে মূল্য লেখা ৬৯০ টাকা। এসময় পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। প্রতারণার অভিযোগে আর্টিসান প্লাস প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মেহেদী হাসান আরও বলেন, ফরিদুল হুদা রোডে অবস্থিত স্টেপ নামক জুতার শোরুমে দেখা যায়, ক্রেতাদের ভাউচার দেওয়া হচ্ছে না। বিভিন্ন জুতায় দ্বিগুণেরও বেশি লাভ করা হচ্ছে। এছাড়া রমজান উপলক্ষে বিক্রিত পণ্য ফেরত বা পরিবর্তন হবে না এমন পোস্টার সাঁটানো হয়েছে, যা ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করে। তাই প্রতিষ্ঠানটিকে ছয় হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।