ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে নুসাইবা (৬) ও রোজামনি (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সকালে উপজেলা সদরের মাঝিকারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোজামনি ওই এলাকার আনোয়ার হোসেনের এবং নুসাইবা একই এলাকার মনির হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দুই শিশু বাড়ির পাশে খেলার সময় সবার অজান্তে স্থানীয় পাইলট স্কুল সংলগ্ন পুকুরে ডুবে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে।
উদ্ধারের পর নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশীদ জানান, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।