শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল ২০২২) বেলা ১১ টায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিতব্য উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দর রউফ গাজী।
বাংলাদেশে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ইউএসএআইডি’র এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রম এর প্রজেক্ট অফিসার দীপঙ্কর সাহা’র সার্বিক পরিচালনায় উক্ত কর্মশালায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিব মো. রিয়াজুল ইসলাম, অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য এবং সদস্যা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল ক্যাটাগরির ৫৫ জন সদস্য, ওয়ার্ড ভিশনের খগেন্দ্র নাথ মন্ডল, মো. আবু বাক্কার সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।