বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়ায় মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।ভারতের ক্ষমতাসীন দল (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে কটুক্তির প্রতিবাদে আজ ১৭ জুন শুক্রবার বিকাল ৩ ঘটিকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এই সমাবেশে অংশ নেয়।
বক্তারা বলেন, সারাবিশ্বের মুসলমানদের প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার বিবি হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর শানে বেয়াদবি এবং কটুক্তি মূলক মন্তব্য করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দুই নেতা। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেইসাথে বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাতে চাই, অনতিবিলম্বে যদি দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে সারা বিশ্বের মুসলমান আরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে। পাশাপাশি সকলকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান করছি।