আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকে তাঁর (খালেদা জিয়া) চিকিৎসা, জীবনটা বড়, নাকি রাজনীতির স্ট্যান্ডবাজিটা বড়। বিএনপি আজ রাজনীতির স্ট্যান্ডবাজি করে যাচ্ছে। খালেদা জিয়ার শারীরিক সুস্থতা তাদের কাছে মুখ্য নয়। তাদের কাছে মুখ্য হচ্ছে রাজনীতি। তারা এটাকে ইস্যু করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ‘বিশ্ব সন্ত্রাস-জঙ্গিবাদ ও হোলি আর্টিজান-মুম্বাই হামলা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির সভাপতি কবীর চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।