বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ ও পবিত্র ঈদ উল ফিতর ২০২২ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা জেলাপ্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাশক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম,ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, বাগেরহাট চেম্বারের সভাপতি লিয়াকত হোসেন লিটন, বিভিন্ন মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,ইউপি চেয়ারম্যান,শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্হিত ছিলেন।
সভায় পবিত্র মাহে রমজান এবং করোনার কথা মাথায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ রেখে প্রতিবছরের ন্যায় মঙ্গল শোভাযাত্রা,বর্ষবরণ গান এবং ৭ দিন ব্যাপী মেলার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল নয়টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ষবরণের গানের মধ্যদিয়ে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে এবং বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ৭ দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্ভোধন হবে।
এবং ঈদ উল ফিতরে প্রত্যেক সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রত্যেক প্রতিষ্ঠানে আলাদাভাবে বাংলা ও আরবিতে লেখা ঈদমোবারক খচিত পতাকা সরবরাহের জন্য ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়ার পাশা পাশি ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।