বাগেরহাটের চিতলমারীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে বিক্রির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকার আশেপাশের ফসলি জমি, পানের বরজ, সবজি ক্ষেত, ফলজ ও বনজ বাগান হুকির মুখে পড়েছে।
ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধের স্থানীয় প্রমাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। তারা এব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার চর শৈলদাহ গ্রামের আবজাল হোসেন শেখের ছেলে নাজমুল হক টিপু দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ ও বিক্রি করে লাভবান হলেও এলাকার ফসলি জমি, পানের বরজ, সবজিক্ষেত, ফলজ ও বনজ বাগান হুমকির মুখে পড়েছে।
ওই গ্রামের ভুক্তভোগীরা বলেন, বালু উত্তোলন কারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের কেউ বাধা দেয়ার সাহস করেনা।
এ বিষয়ে কলাতলা ইউনিয়ন ভূমি সহকারী মো: হাসিব শেখ জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে আমি ২ জন আনসার সদস্য ও অফিস সহায়ক আনাদী কুমার বড়ালকে নিয়ে ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই নাজমুল হক টিপু অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করছে। তাকে নিষেধ করলে সে ও তার স্ত্রী আমাদের উপর চড়াউ হয় এবং অকথ্য ভাষায় গালিগালাচ করে। পরে বিষয়েটি আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে জানিয়েছি।
এ ব্যপারে নাজমুল হক টিপুর সাথে কথা হলে তিনি জানান, আমার রেকাডিও জায়গা থেকে বালু কেটে এলজিইডির রাস্তায় দিচ্ছি।