বাগেরহাটের ফকিরহাটে আম দেওয়ার লোভ দেখিয়ে ১০বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর ভাবী বাদী হয়ে রবিবার (১৭ এপ্রিল) রাতে একজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় একটি মামলা করেন। মামলার একমাত্র আসামী উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসলাম শেখ (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ মামলার সংক্ষিপ্ত বিবরনে জানান, গত শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ইসলাম শেখ ওই শিশুকে আম দেওয়ার কথা বলে নিজ বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার দিলে সে পালিয়ে যায়।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামীকে আটক করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তনাধীন রয়েছে।