রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেন, নিম্ন আয়ের দেশ হতে উন্নত হয়ে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়। সব দিক থেকে বাংলাদেশ এখন স্বয়ংসম্পন্ন।
পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আগে ছিল নিম্ন আয়ের দেশ। সেটা থেকে কাটিয়ে উঠে এখন নিম্ন মধ্যম দেশে পরিনত হয়েছে।
তিনি শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ইফতার পূর্ব আলোচনায় এসব কথা বলেন। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রাটের সঞ্চালনায়
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রাট, জেলা প্রশাসক জহিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা, পঞ্চগড় সদর উপজেলা
পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে পঞ্চগড়ের পাঁচ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।