ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার্স সোসাইটি ভালূকা এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানে কেক কাটা, স্বেচ্ছাসেবী মিলনমেলা, আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ঝাকজমকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় সমাজসেবা ও রক্তদানে বিশেষ অবদান রাখায় দেশের ৫৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৫০+ স্বেচ্ছাসেবী, ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকার সভাপতি এস.এম ফিরোজ আহম্মেদ এর সভাপতিত্বে ও শিক্ষক আজিম উদ্দিন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব মোর্শেদ আলম, বিশিষ্ঠ শিল্পপতি সমাজসেবক আলহাজ্ব হাতেম আলী খাঁন, শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রহমান, দেলোয়ার হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবী আসাদুজ্জামান সুমন, সাইদুর রহমান, মোকসেদুর রহমান মামুন প্রমুখ।