সকল বিষাদের গ্লানি ভুলে, নব কেতনের ধ্বজা তুলে, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিয়ে সর্বস্তরের জনগনের অংশ গ্রহনে আগৈলঝাড়ায় পালিত হয়েছে শুভ নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ।
উপজেলা প্রশাসনের এয়াজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আলোচনাসভা ও সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, সহকারী কমিশনার নেহের নিগার তনু, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদারসহ সরকারী কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ।