ময়মনসিংহের ত্রিশালে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা তথ্য অফিস।
সোমবার সকালে ত্রিশাল পৌরসভার বটতলায় কবি নজরুল বিদ্যানিকেতনে অনুষ্ঠানটি হয়। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জোবায়ের হোসেন, রাতুল মুন্সি (জাককানইবি), ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি এটি এম মনিরুজ্জামান,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) ডাঃ মোঃ মনিরুজ্জামান খান, কবি নজরুল বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মাকসুদা পারভীন রেবিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী তথ্য অফিসার মোঃ রোকনুজ্জামান।