দীর্ঘদিন ৭ বছর পর ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার (৪ এপ্রিল) বিকালে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এর স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে তোফায়েল আহাম্মদ তপুকে সভাপতি ও মোঃ নূর করিম জাবেদকে সাধারণ সম্পাদক পদে এক বছরের জন্য আংশিক কমিটির ঘোষণা করা হয়।
তোফায়েল আহাম্মদ তপু ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং নূর করিম জাবেদ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
গত ২৮ মার্চ সোমবার ফেনী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং একি সঙ্গে তিন কর্মদিবসের মধ্যে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের থেকে জীবন বৃত্তান্ত চাওয়া হয়।