ফেনী সদর পৌরসভার ৪নং ওয়ার্ড বিরিঞ্চি এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইলিয়াস(৩৯) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানায় মঙ্গলবার (৫ এপ্রিল ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে ফেনী সদর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিরিঞ্চি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইলিয়াস (৩৯) শহরের পৌরসভার ৪নং ওয়ার্ড বিরিঞ্চি এলাকার পিতা- হেদায়েত হোসেন,মাতা- শামছুন্নাহারের ছেলে কে গ্রেফতার করে এবং তাঁর দেহ তল্লাশি করে তাঁর হেফাজতে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান,শহরের বিরিঞ্চি এলাকা থেকে মোঃ ইয়াছিন (৩৯) কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।